ঢাকা | |

ডিসেম্বরে বন্ধ হতে পারে লাখ লাখ জিমেইল অ্যাকাউন্ট

জিমেইল বর্তমানে একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ। কারণ জিমেলই ব্যবহার করে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, ছবি এবং ভিডিও শেয়ার করা
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:৩১ সময়
  • আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:৩১ সময়
ডিসেম্বরে বন্ধ হতে পারে লাখ লাখ জিমেইল অ্যাকাউন্ট প্রতীকী ছবি
জিমেইল বর্তমানে একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ। কারণ জিমেলই ব্যবহার করে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, ছবি এবং ভিডিও শেয়ার করা হয় ইমেইলের মাধ্যমে। সম্প্রতি জিমেইল জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরেই কিছু ‍জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করে দেবে কর্তৃপক্ষ। আপনি কি জানেন, সেই তালিকায় আপনার অ্যাকাউন্টটিও রয়েছে কি না?

যুক্তরাজ্যভিত্কি সংবাদমাধ্যম দ্য সানের এ খবরে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লাখ লাখ জিমেলই ইউজারকে একটি ইমেইল পাঠিয়েছে গুগল। সেই ইমেইলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সব ইউজার বিগত দুই বছর ধরে জিমেইলে সক্রিয় নেই, তাদের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ১ ডিসেম্বর থেকে ডিলিট করা শুরু হবে। জিমেইলের এই ইমেইলের পর লাখ লাখ ইউজারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এ ছাড়া কোনো ইউজার যদি গত ২ বছর ধরে নিজেদের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, তাহলে তিনি সেই অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ করতে পারেন। এর জন্য তাকে কোম্পানির বিভিন্ন সার্ভিস ব্যবহার করতে হবে। যেমন –

– ইমেল সেন্ড করা বা পড়া।

– গুগল ড্রাইভ ব্যবহার করা।

– ইউটিউব ভিডিও দেখা বা ছবি শেয়ার করা।

– প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা বা গুগল সার্চ ব্যবহার করে যেকোনো কিছু সার্চ করা।

– যেকোনো তৃতীয় পক্ষের অ্যাপ বা ওয়েবসাইট ইত্যাদিতে লগইন করতে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা।

ইউজাররা এসব সার্ভিস ব্যবহার করলে, এই পরিস্থিতিতে তাদের অ্যাকাউন্ট ডিলিট করা হবে না।

কেউ যদি নিজেদের গুগল অ্যাকাউন্ট থেকে কোনো পণ্য বা পরিষেবা কিনে থাকেন, তাহলে সেই অ্যাকাউন্ট ডিলিট করা হবে না। একইভাবে, যে অ্যাকাউন্ট থেকে ইউটিউব ভিডিও পোস্ট করা হয়েছে সেগুলোও নিরাপদ থাকবে।

এ ছাড়া যে অ্যাকাউন্টগুলোতে আর্থিক উপহার কার্ড রাখা হয়েছে তাও ডিলিট করা হবে না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

কমেন্ট বক্স